সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দিঘলিয়ার মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষার কোমলমতি শিশুরা।মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮নং দিঘলিয়া ইউনিয়নে প্রায় ২০টি প্রতিষ্ঠান। নড়াইল জেলা লোহাগড়া উপজেলাধীন ৮নং দিঘলিয়ার নুরানি মাদ্রাসায় অবস্থিত প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা দেওয়া হচ্ছে না শিশুদের।ওই গণশিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষিকা ক্লাসের সময় কাটিয়ে দেন,গার্জিয়ানদের সাথে গল্প আড্ডার মধ্য দিয়ে। তাহলে শিশুরা শিক্ষা পাবে কি করে।শিশুরা যে যার মতো চেচামেচি করছে ঘুরে বেড়াচ্ছে,কেউ বা আম গাছে আমার কেউ অন্য ফল গাছে।দিঘলিয়া রিসার্চ সেন্টার তো শুধু নামেই আছে,বাস্তব চিত্র ভিন্ন।জানা যায়, প্রতিষ্ঠানটিতে ২০/২৫ জন শিশুরা শিক্ষা নিচ্ছেন,তার মধ্যে কেউ কেউ সরকারি প্রাইমারি স্কুলের ছাত্র।তিন জন শিক্ষকের দ্বারা পরিচালিত হচ্ছে এই গণশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দান।
এমনই অভিযোগের ভিত্তিতে চলছে অনুসন্ধান।