সুন্দরগঞ্জে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত।
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৩০শে আগস্ট-২০২২ইং দুপুরের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার(ভূমি)মাহমুদ আল হাসান,পৌরমেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সফিউল ইসলাম আলম,সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেম,দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা,ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু.মাহমুদ হোসেন মণ্ডল, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবিব সরকার,মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরীন সুলতানা,বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু,সিরাজুল ইসলাম,স্থানীয় এমপির প্রতিনিধি মুন্সী আমিনুল ইসলাম সাজু, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন,উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতী ওমর ফারুক প্রমুখ।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী,মসজিদের ইমাম, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হারুন অর রশিদ রাজু- গাইবান্ধা প্রতিনিধি।
০১৭৪০-১৫৬২১৩
৩০-০৮-২০২২ইং