গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধোপাডাঙ্গা ইউনিয়ন ইন্দ্রের পার নামেক স্হানে ব্যাটারি চালিত ভ্যান ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মিঠু মিয়া (৪২)নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে-১৬ ফেব্রুয়ারি-২০২৩ইং রোজ বৃহস্পতিবার সন্ধা ৬টায় দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দ্রারপাড় নামকস্থানে এ ঘটনাটি ঘটে।নিহত মিঠু মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কিশামত মালিবাড়ী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান,একটি ব্যাটারি চালিত অটোভ্যান লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল।এসময় ইন্দ্রারপাড় নামকস্থানে পৌঁছাইলে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইক ধাক্কা দেয়।এতে ভ্যানের চালক ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ হারুন অর রশিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩
১৬/০২/২৩