ডেস্ক রিপোর্টঃ-মৌলভীবাজার সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে “মিড ডে মিল”র আওতায় আনয়নের লক্ষ্যে একাটুনা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম ও টিফিন বক্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে আজ ১০ আগষ্ট সকালে।মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধাস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী,এনডিসি।এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)প্রভাংশু সোম মহান,মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন,৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান।অনুষ্ঠান শেষে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী,এনডিসি, একাটুনা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিতার আহমদ,ইউনিয়ন পরিষদের সদস্যগন।