বগুড়ায় র্যাবের অভিযানে ৩৩৭বোতল ফেন্সিডিলসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২.৫০ ঘটিকার দিকে জেলার সারিয়াকান্দি উপজেলা ধলিরকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া পাঁচজন হলো-দিনাজপুর জেলার বিরামপুরের মৃত মোকলেছার হোসেনের ছেলে দিলবর হোসেন(৩৫), একই উপজেলার ভাইগররের নাসির উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম(২৮),একই জেলার ফুলবাড়ির রসুলপুরের মৃত আ: জব্বারের ছেলে আশরাফুল ইসলাম(৩৫)ও আব্দুল কুদ্দুসের ছেলে ছাবেদুল ইসলাম(২৯)এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বারইপাড়া গোসাইবাড়ির মৃত সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৩)।গ্রেফতার ওই পাঁচজন বিভিন্ন মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন র্যাব ১২বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দিনাজপুর থেকে সিরাজগঞ্জগামী দুটি মোটরসাইকেলে মাদক বহন করা হচ্ছে।তখন র্যাবের একটি টিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি গ্রামের একটি রাস্তার উপর অভিযান পরিচালনা করে।অভিযানকালে ৩৩৭বোতল ফেন্সিডিলসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।এসময় ৯টি মোবাইল ও সীমকার্ড,২টি মোটরসাইকেল ও নগদ ৫হাজার টাকা জব্দ করে র্যাব।তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামীদের সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি(তদন্ত)আশরাফুল আলম জানান,আসামীদের সিডিএমএস যাচাই করে জানা যায়,তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ১নং আসামীর বিরুদ্ধে ০২টি চুরি ও ০২টি মাদক মামলা,২নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা,৪নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা এবং ৫নং আসামীর বিরুদ্ধে ০২টি ডাকাতি ও ০২টি চুরি মামলা রয়েছে।সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২