বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশ ও চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে ৪এপ্রিল-২৩ দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।আসামী গুলো হলো-কুতুবপুর বাজার এলাকার মৃত পূর্বেশ মালির ছেলে শ্রী বিপদ মালি (৪০),হাট ফুলবাড়ী দক্ষিনপাড়া মৃত লেবু মাস্টার এর ছেলে আনোয়ারুল ইসলাম,পারতিতপরল কান্টু মিয়ার ছেলে আতিকুল ইসলাম(১৭),কুতুবপুর ইউপি কাজলা গোলজার রহমান এর ছেলে পারভেজ(২৫),দিঘলকান্দি মৃত আব্দুল খালেক এর ছেলে সজল তরফদার।বিষয়টি নিশ্চিত করেন সারিয়াকান্দি থানা ওসি(তদন্ত)আশরাফুল আলম। চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুদ হোদা জানান,অপরাধ নির্মূলে আমরা বদ্ধ পরিকর। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।আমাদের থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২