প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে কর্ণিবাড়ী ইউনিয়নে খাদ্য অধিদপ্তর পরিচালিত হত দরিদ্রের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১৫টাকা দরে ৩০ কেজি করে নভেম্বর মাসের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।সুবিধাভোগীদের নতুন কার্ড ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক।এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তুহিন মন্ডলসহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল,যুগ্ন-সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজন,কোষাধ্যক্ষ সুমন আহম্মেদ সাজু, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ও কর্ণিবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,ইউপি সদস্য (মহিলা সংরক্ষিত) জুলেখা বেগম,ইউপি সদস্য অলিউর রহমান অলি, মিজানুর রহমান মিজান,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এনামুল হক রতন প্রমুখ।উল্লেখ্য এই ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সংখ্যা ৩ জন।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২