রিপোর্টারঃ মোঃ ফরহাদ হোসেন– বগুড়ার সারিয়াকান্দিতে ঈদুল আজহা উপলক্ষে পৌর গো হাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। ২৪ জুন শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের জাতীয় সম্পদ চামড়া সংরক্ষণ, সঠিক নিয়মে চামড়া ছাড়ানো বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিনা মূল্যে লবণ বিতরণও করেন তিনি।এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে সারিয়াকান্দি পৌরসভা কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম,পৌর মেয়র মতিউর রহমান মতি, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তমাল মাহমুদ, কাউন্সিলর মামুনুর রশিদ,মাহমুদুল হাসান মুনজু,ফজলুল করিম রাবু,সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।
মোঃ ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২