বগুড়া সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদার নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম সঙ্গীও এএসআই আনোয়ার হোসেন,কনস্টেবল মিজানুর রহমান ও জাহিদসহ ১৭নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত প্রায় ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিটিতে কামালপুর ইউনিয়নে বিবিরপড়া ব্যাগবাড়ী কাচা রাস্তার উপর হতে ঐ এলাকার মৃত সিদ্দিক হোসেন বেগ এর ছেলে মজনু বেগ(৬০)কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করেন।
আটককৃত মজনুর বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হোদা জানান,সারিয়াকান্দি থানায় মাদকসহ যেকোনো অপরাধ নির্মূলের জন্য চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সহযোগিতা করে যাচ্ছে। সারিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান,সারিয়াকান্দি থানাধীন এলাকায় মাদক,সন্ত্রাস,জুয়া,চোর,ডাকাতসহ যে কোন অপরাধের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২
মিথ্যা নিউজ পোর্টাল কর্তৃকপক্ষ কোন প্রকার দায়িত্ব নিবে না।