সাংবাদিক জুয়েল খন্দকার”সহ ৬ জনের বিরুদ্ধে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু”র মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে(মাসাস)এর মানববন্ধন ঢাকা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য,জাতীয় সাপ্তাহিক দেশপত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকার”সহ দৈনিক সূর্যোদয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক তৌহিদ রেজা,অপরুপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী, সাংবাদিক সৈয়দুল করিম,ব্যবসায়ী ও সমাজ সেবক নাছির কোম্পানি,আওয়ামি যুবলীগ নেতা আবুল কালাম আবু”দের বিরুদ্ধে চট্টগ্রামের কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু”র দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে কুমিল্লায় মানববন্ধন করেছেন বাংলাদেশ সাংবাদিক মানবাধিকার সংস্থা (মাসাস)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।আজ ৩ জুন-২০২৩ইং শনিবার বেলা ৪ টায় কুমিল্লা নগরীর বাদুরতলায় পারিবারের অনেক সদস্য জামায়াতের রাজনীতিতে সংশ্লিষ্ট ও নানা অপকর্মের জন্য চসিক নির্বাচন থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর বিরুদ্ধে দৈনিক সূর্যোদয়,সংবাদ টিভি, অপরুপ টিভি ও অনলাইন তালাশে সম্প্রতি রোহিঙ্গাদের বাংলাদেশি জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও ওয়ারিশান সার্টিফিকেট,গ্রাম সিএনজি, অটোরিকশার টোকেন বানিজ্য দখন দুর্ণনিতি ও ব্যাংকের চেক জালিয়াতি মামলা নিয়ে সংবাদ প্রচার করায় জুয়েল খন্দকার”সহ ৬ জনের বিরুদ্ধে গত ১৬ মে দায়েরকৃত সাইবার ট্রাইবুনালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা(মাসাস)সহ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,পুরান ঢাকা সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা,বাংলাদেশ জার্নালিস্ট অফ অর্গানাইজেশন (FBJO), তৃণমূল রিপোটার্স ক্লাব (TRC),স্বপ্নের বাংলা শিক্ষার্থী’র ও সাংবাদিক নেতৃবৃন্দুরা মানববন্ধন করেছে।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়,মীর্জা ফসিহ উদ্দিন আহম্মেদ বলেন জুয়েল খন্দকার’সহ ছয় জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।আলোচনা কালে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন-বিএফিউজে’র সহকারী সচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী,সাপ্তাহিক কুমিল্লার সময়ের সম্পাদক রেদোয়ান আহম্মেদ সুমন,সময়কাল প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ,সাপ্তাহিক উক্তম আশা-আবুল হোসেন সুমন প্রমুখ।