সাংবাদিকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি”যুগ্ম সাঃসম্পাদক”ডা.মোঃ এনামুল হক।বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে সাংবাদিকের উপর হামলা ও অন্যায় অবিচার আর নির্যাতন।মিডিয়াতে তুলে ধরে জাতির কথা,বিবেকের কথা,সাধারন মানুষের না বলা কথা,তুলে ধরে দেশের পরিস্হিতির বিষয়বস্তু,তুলে ধরে সামাজিক কর্মকান্ডের কথা আর সত্য নিউজ প্রকাশের জন্য বা তথ্য সংগ্রহ করার জন্য সাংবাদিকদের হতে হয় অপমান,লাঞ্চিত,এমনকি মৃত্যের পথযাত্রী হতে হচ্ছে।
একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের সময় বিএমডিএর অসাধু কর্মকর্তা কতৃর্ক রাজশাহী এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেলের ওপর সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়,হামলায় তাদের ক্যামেরা ও বুম ভাঙচুরসহ সন্ত্রাসী হামলায় রুবেলের কানের পর্দা ফাটিয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পক্ষ হতে হামলার ঘটনাটির রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন মোঃ এনামুল হক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি খুলনা বিভাগীয় যুগ্ম সাঃসম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক বলেন নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে এবং দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
সোহানা পারভীন জনি
বার্তা সম্পাদক
দুরান্ত টিভি ডট কম