সারাদেশে সাংবাদিকদের হামলার প্রতিবাদে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির মানববন্ধন।
হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলের সামনে বানিয়াচং এ জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাজিব নূর সহ সারাদেশে সাংবাদিক হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দেশব্যাপী পরিচালিত সাংবাদিক সংগঠন ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ এর হবিগঞ্জ জেলা কমিটি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ডাঃ সৈয়দ রুবায়েল আহমেদ জুয়েল।
হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ইমন খাঁন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক লাল সবুজের মানচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিঃ ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল কাদির কাজল,সাংগঠনিক সম্পাদক স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলার সাংবাদিক এস কে সুজন, আক্তারুজ্জামান নুরাজ,সাংবাদিক শাহানা আক্তার, তুহিনুর রহমান,নুরুজ্জামান রাজুসহ অনেকেই।
এসময় বক্তারা সারাদেশে নির্যাতিত সাংবাদিকদের হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন। এবং জাতীয় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য দাবি জানান।
প্রেরক
স্বপন রবি দাশ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
মোবাইলঃ ০১৩১২৪৮৬৯৪৭
তারিখঃ ১৫-০৯-২০২২ইং