স্টাফ রিপোর্টারঃ–পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,শরীয়তপুর-২(নড়িয়া সখিপুর)আসনে জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য,শরীয়তপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক,তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী,সাবেক ছাত্রনেতা মোঃ ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
তিনি শরিয়তপুরের কৃতিসন্তান,সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক,সাবেক এমএলও এমএলএ,ভাষা দৈনিক ডাঃ গোলাম মাওলা সুযোগ্য নাতি।আর জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা,জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের(জিএম কাদের)এমপির আস্থা ও স্নেহভাজন ব্যক্তি।
এসময় তিনি বলেন আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক।সকলের গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা,এই কামনা করি।আর ইসলাম ধর্মাবলম্বিত জনসাধারনের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ উল আযাহা।মহান আল্লাহপাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামত হিসেবে ঈদ দান করেছেন।ঈদ-উল-আযহা হলো ত্যাগের উৎসব।আমি পবিত্র এই দিনে সকলের অব্যাহত সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যান কামনা করি-আমিন।