লৌহজং উপজেলা প্রশাসনের নির্দেশ ৫দিনের মধ্যে গোয়ালীমান্দ্রা হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হবে।
ঐতিহ্যবাহী গোয়ালীমান্দ্রা হাট দিন দিন দখল হয়ে যাচ্ছে।স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে যে কোন পন্থায় রাস্তা দখল করে বেকার অনেকেই বিভিন্ন পণ্যের পসরা বসিয়ে অর্থ উপার্জন করছে।
অপরদিকে দূর দূরান্ত থেকে ক্রেতাদের পণ্য ক্রয় করে বাড়িতে ফিরতে প্রচণ্ড ভীড়ে মারাত্মক কষ্ট হচ্ছে। আবার কেউ কেউ অসুস্থ হয়ে অনেক দিন যাবৎ বিছানায় পড়ে রয়েছে।
এ ব্যাপারে যেন কারো মাথা ব্যাথা নেই।অবশেষে লৌহজং উপজেলা প্রশাসন গোয়ালীমান্দ্রা হাটের সকল অবৈধ স্থাপনা / বা হাটের সীমানায় অবৈধ বাসা বাড়ি আগামী ৫দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য আদেশ প্রদান করেছে।