মুন্সীগঞ্জের লৌহজংয়ে বালিগাঁও-ঢাকা রোডে গাংচিল পরিবহনের দাপটে যাত্রীরা অতিষ্ঠ হয়ে ওঠেছিল।বালিগাঁও বাস ষ্টান্ড থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত।এতে রাস্তায় দাড়িয়ে থাকা যাত্রী এমনকি রাস্তার মোড়ে মোড়ে গাংচিল পরিবহনের কাউন্টারে দন্ডায়মান ব্যবসায়ী যাত্রীরা নির্দিষ্ট সময়ে ঢাকা যেতে না পেরে হতাশ ও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়তো।ভাগ্যক্রমে কখনো সিট খালি থাকলে ঢাকা যেতে কোন বেগ পেতো হতোনা।এ রুটের যাত্রীদের সকল জল্পনা কল্পনার ইতি টেনে অবশেষে চালু হয়েছে যাত্রীদের প্রিয় ইলিশ পরিবহন।এখন পুরোদমে ইলিশ পরিবহন যাত্রী সেবা দিয়ে যাচ্ছে।ননএসির পাশাপাশি ইলিশ এসি সার্ভিসও চালু হয়েছে।ননএসি বালিগাঁও থেকে গুলিস্তান ১২০ এবং মালির অংক থেকে গুলিস্তান ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ইলিশ এসি সার্ভিস বালিগাঁও থেকে ১৫০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।পরবর্তীতে ইলিশ পরিবহন কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে কম বেশি করে স্হায়ী ভাবে ভাড়া নির্ধারণ করা হবে।
এদিকে "ইলিশ"এর লাফে ঘুম ভেঙেছে "গাংচিলে" এর...। প্রতিযোগিতা পূর্ণ অবস্থান ধরে রাখতে মনে হচ্ছে ৫-১০ মিনিট পর পরই এক সাথে ২টি করে গাংচিল ছাড়ায় ব্যস্ত হয়ে পড়েছে।এদিকে লৌহজং, শ্রীনগর অর্থাৎ মুন্সীগঞ্জবাসী প্রথম বারের মত নিজস্ব রোডে ইলিশ এর এসি পরিবহন পেয়ে খুবই উচ্ছসিত।