হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের অভিযানে উপজেলার মুকসুদপুর গ্রামের আব্দুল জলিল হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।থানা পুলিশ সূত্রে জানা যায় গত রবিবার১৪ মে-২০২৩ইং থানা পুলিশের উপপরিদর্শক(এস,আই)মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে বিকাল ৩:০০ ঘটিকার সময় মিরপুর গ্রাম থেকে গ্রেফতার করে থানা নিয়ে আসে।গ্রেফতারকৃতরা হলেন মিরপুর গ্রামের রৌশন আলীর ছেলে আব্দুল্লাহ(২৪) ও আইয়ুব আলীর ছেলে নাঈম মিয়া(২০)সোমবার(১৫ মে)হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ নুনু মিয়া।