রিপোর্টারঃ-সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি-লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ এনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম মন্তব্য করেন,আমরা চাই না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে পরিণত হোক।
বুধবার (১১ জুন) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে জেলা জামায়াতের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,জামায়াত নেতা কাউছার আহম্মদ মিলন হত্যা মামলাটি রাজনৈতিক নয়,সামাজিক একটি ঘটনায় জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে।আমাদের উভয়ের (বিএনপি-জামায়াত) কথা হয়েছিল হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে।কিন্তু বিএনপি সেই প্রতিশ্রুতি রাখেনি। বরং জঘন্যতম কথা বলা হচ্ছে যে,জামায়াত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে।কাউছার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন,তার ঘাড়ে ও মাথায় আঘাত ছিল।সেটি কীভাবে স্বাভাবিক মৃত্যু হয়?
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ,সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী,সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, মহসিন কবির মুরাদ,লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নুর মোহাম্মদ রাসেল,সেক্রেটারি রেজাউল ইসলাম সুমন খান প্রমুখ।
রোববার (৮ জুন)রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে সদর থানায় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা কামাল উদ্দিন,স্বেচ্ছাসেবকদল নেতা মো.রিয়াজ হোসেন ও মো. সোহাগ হোসেনসহ ১২ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন