বগুড়ার সোনাতলা থানাধীন দক্ষিণ আটকরিয়া এলাকায় আসামীদের সাথে ভিকটিম সুজাউল হক সুজা,সাং-দক্ষিণ আটকরিয়া,থানা-সোনাতলা, জেলা-বগুড়া’দের দীর্ঘদিন যাবত বসতবাড়ীর সিমানা নিয়ে ঝগড়া হয়।গত ২৪ এপ্রিল বসতবাড়ীতে সিমানা নিয়ে কথাকাটাকাটি হলে একপর্যায়ে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে মারার উদ্দেশে লাঠি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়।পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে আসলে পথিমধ্যে মৃত্যুবরণ করে। উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদিনী হয়ে গত ২৫ এপ্রিল সোনাতলা থানায় একটি মামলা দায়ের করে।ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।এ ঘটনার পর থেকেই র্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে।এরই ফলশ্রুতিতে অদ্য ২মে ০০.৩০ ঘটিকায় র্যাব-১২ ও র্যাব-১ ঢাকায় যৌথ অভিযানে আসামী মোঃ আব্দুল মালেক(৪০),পিতা-মৃত নান্নু মিয়া,সাং-দক্ষিণ আটকরিয়া,থানা-সোনাতলা,জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে।