রাস্তায় পাওয়া এই ছেলেটিকে অভিভাবকের নিকট ফেরত দিতে চান এলাকাবাসী।
মোঃ শাহরিয়ার নামক একটি ছেলে গতকাল বিকেলে মুন্সীগঞ্জ জেলার মীরকাদিম এলাকায় পাওয়া গেছে।সে তার বাবার নাম কাউসার হোসেন ছাড়া আর কিছুই বলতে পারেনা।এলাকাবাসী ছেলেটিকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। কেউ যদি ছেলেটিকে চিনে থাকেন তাহলে রিকাবি বাজারস্থ পশ্চিম পাড়া জামে মসজিদে অথবা মসজিদ সংলগ্ন ছয় নম্বর রোডে মোঃ হুমায়ুন মুন্সির বাড়িতে অথবা 01741972844, 01742013018 মোবাইল নাম্বারে যোগাযোগ করতে জানিয়েছেন।