ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামীলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ডেজলিং তালুকদারের মমতাময়ী মায়ের মৃত্যুতে ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেজলিং তালুকদারের পারিবারের সাথে আমাদের পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে। প্রত্যেক পরিবারের বিপদে আপদে আমরা একে অন্যের পাশে দাড়াই। আমার পরিবার তার মায়ের মৃত্যুতে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।