প্রতিনিধিঃ সুমন -রাজস্থলী
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়।র্যালিটি উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এইবছর দিবসটির প্রতিপাদ্য হলো " দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা"। আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, ইউপি সদস্য কামাল হোসেন, সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।