রাজবাড়ীতে বালুমহল নিয়ন্ত্রণ ও একক আধিপত্যতা বিস্তার নিয়ে পাবনা জেলার চরজাজিরা প্রান্তে গুলাগুলিতে বাংলা ড্রেজারের শ্রমিক আনোয়ার হোসেনের গুলিবিদ্ধ’র খবর পাওয়া গেছে।আহত শ্রমিক হলেন,মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাবুশিয়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন(৪২)বুধবার ১০ ইআগস্ট ২০২২ ইং দুপুরের দিকে রাজবাড়ী জেলার পদ্মা নদীর ইজারাকৃত বালু মহলের নিয়ন্ত্রণ নিতে গুলাগুলিতে সূর্যনগরের আজম মন্ডলের একজন বাংলা ড্রেজার শ্রমিক গুলিবিদ্ধ হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গুলিবিদ্ধের জবানবন্দি রেকর্ড করেছেন।জানা গেছে রাজবাড়ী জেলা প্রশাসনের ইজারাকৃত বালু মহলের বাহিরে বালু উত্তোলন ও বালু মহলের চাঁদার টাকা ভাগাভাগী নিয়ে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শী।গুলিবিদ্ধ আনোয়ার মিয়া হাসপাতালে সাংবাদিকদের জানান পদ্মা নদীর পাবনার দিক থেকে স্পীড বোর্ড যোগে ৫/৬জনের একটি সন্ত্রাসীদল এসে আনোয়ার মিয়াকে এলোপাথাড়িভাবে গুলি করে এবং তার মাথায় একটি গুলি লাগে তারপর আমি রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছে।চিকিৎসকরা এখনও গুলিটি মাথা থেকে অপারেশন করে বাহির করতে পারি নাই।এই গুলাগুলির ঘটনায় ধাওয়া পাড়া বালু ঘাটে বর্তমানে ভয়ানক সৃষ্টিতে পরিনত হয়ে আছে।
এলাকার জনপ্রতিনিধিরা ও স্থানীয়রা জানান,আমাদের ঘাড়ে কয়টা মাথা,আপনাদের কিছু বলব আর আমাদের নাম প্রকাশ করে নিউজ করলে বিপদের সম্মুখীন হতে হবে আপনারা কোথায় থাকবেন।তখন দুঃখের সিমা থাকবে না।তারা বলেন, এই ঘাটকে কেন্দ্রকরে প্রতিবছরে কেউ না কেউ মরবে না হলে গুলিবিদ্ধ হবে।
এই ঘাট না থাকলে আমরা আমাদের জীবনের মতন বেচেঁ যাবো।কথায় আছে ছেড়ে দে মা কাইন্দে বাচি।দৈন্যার যত সন্ত্রাসী তাদের আনাগোনা ঘাটে।রাত হলেই যেন তাদের স্বর্গরাজ্যে এবং সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারে পরিনত হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান,এই ঘটনা রাজবাড়ী সদর থানার বাহিরে ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সন্ত্রাস যতবড় ক্ষমতাশালী হোক না কেন কেউ আইনের উর্ধ্বে নয়।