রিপোর্টারঃ-মোঃ আব্দুল সামাদ বিশ্বাস,খুলনা–খুলনায় রাজনৈতিক দলগুলোর সম্প্রীতির প্রত্যাশা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।তারা বলেছেন,গণতান্ত্রিক ব্যবস্থায় সকল দলের মধ্যে সহনশীলতা থাকতে হবে।দলের অভ্যন্তরে সুশাসন,জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কর্মীদের রাজনৈতিক শিক্ষায় দক্ষ গড়ে তুলতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী,রাষ্ট্রীয় প্রশাসনকে নিরপেক্ষভাবে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে?খুলনায় রাজনৈতিক সম্প্রীতির লক্ষ্যে নাগরিক প্রতিনিধিদের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।আজ সোমবার ৩১ জুলাই-২০২৩ইং নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগরের আন্তঃরাজনৈতিক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে “এমএএফ এডভোকেসি ফর পলিটিকাল হারমনি এনগেজিং উইথ সিভিল সোসাইটি রিপ্রেজেনটেটিভ” শিরোনামে একটি মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডি-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ(এসপিএল)প্রকল্পের আওতায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সমন্বয়ে গঠিত(এমএএফ)-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম(এমএএফ)’র আহ্ববায়ক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ খান জবার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুন্দরবন একাডেমীর সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির,জেষ্ঠ্য সাংবাদিক এস এম হাবিব,খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ডা.মোস্তফা কামাল,বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রেহানা ইসা, প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ,খুলনা সিটি ইউনিটের রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির,বিএনপি নেতা মেহেদী হাসান দিপু,সাংবাদিক কৌশিক দে,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমান বিহারি রায় অমিত,স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান জিয়া,মহিলা লীগ সাংগাঠনিক সম্পাদক জেসমিন সুলতানা,মহিলা দলের সভাপতি এডঃ তাসলিমা খাতুনসহ প্রথম আলো বন্ধুসভা,টিআইবি’র ইয়েস,রঙমহল এর প্রতিনিধিরা।আলোচনা শেষে সকলের মতামত স্বাক্ষর গ্রহ্ন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপন রুবাইয়াত হাসান।