নড়াইলের কালিয়া উপজেলার মহাজন বাজারের বিকাশ-রকেট এজেন্ট ব্যবসাই বাসুদেব বিশ্বাস, পিতা-তপন বিশ্বাস,সাং- মহাজন, থানা-নড়াগাতী, নড়াইল এর কাছে একটি রকেট প্রতারক চক্র তার ব্যক্তিগত রকেট এজেন্ট নাম্বারে ২৪,৫০০টাকার একটা ভুয়া ম্যাসেজ দিয়ে টাকাটা ফেরত চায়।তখন বাসুদেব বিশ্বাস সরল বিশ্বাসে টাকাটা ফেরত দেয়। কিন্তু পরে মোবাইলের ব্যালেন্স চেক করে জানতে পারেন যে তার মোবাইলে কোন টাকা আসে নাই। শুধু ম্যাসেজ আসছে।পরে যোগাযোগ করলে সেই নাম্বার টি সুইচ অফ পায়।পরবর্তীতে সে নড়াইলের,কালিয়া,উপজেলার নড়াগাতী থানায় ডাইরী করিলে নড়াগাতী থানার সাব ইন্সপেক্টর মো: ফিরোজ আহম্মেদ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাগুরা থেকে টাকাটি উদ্ধার করতে সমর্থ হন।টাকাটি বাসুদেব বিশ্বাসকে বুঝিয়ে দিলে সে খুশিতে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।এস আই ফিরোজ আহম্মেদ এর ধারাবাহিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী।