রিপোর্টারঃ রবীন্দ্রনাথ সরকার–রংপুরের গঙ্গাচড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে তৌহিদুল ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন)দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুন্সিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।তৌহিদুল ওই এলাকার রানা মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়,সকলের অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তৌহিদুল।তাকে দেখতে না পেরে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন।একপর্যায়ে শিশুটির পরনের প্যান্ট ভেসে উঠলে সেখান থেকে মৃত অবস্থায় তুলে আনেন।
গঙ্গাচড়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই)বুলবুল আহম্মেদ জানান,মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় ইউডি মামলা হবে।