যশোরের শিবপুর থানাধীন এলাকায় সেলিনা বেগম নামে এক মহিলার হাতে খুন হয় তারই এক প্রতিবেশির মেয়ে।লাশ উদ্ধার করে। সেলিনা বেগমকে একান্তভাবে জিজ্ঞাসা করায় সে নিজেই ঘটনা ঘটিয়েছে মর্মে জানান।হত্যার কারন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সেলিনা বেগম জানায় মেয়েটি দুই কানে এক আনা তিন রতি ওজনের দুইটি স্বর্ণের দুল ছিল যাহা নেয়ার তার মূল উদ্দেশ্যে ছিল। জীবিত থাকা অবস্থায় সে দুল দুটি নেয়ার চেষ্টা করে কিন্তু ভিকটিম তাকে দিতে অস্বীকার করে এবং তার মাকে বলে দিবে বলে জানায়।তখন আসামী নুসরাত জাহান সায়মাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ প্রথমে ঘাটের নিচে রাখে পরবর্তীতে লোহার মেটসেফের মধ্যে বস্তাবন্দি অবস্থায় রাখে।সেলিনা বেগমের স্বীকারোক্তিমতে তার ঘর হতে ভিকটিম এর কানের দুল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-
১। সেলিনা বেগম(২৮),স্বামী-হানিফা,২।হানিফা(৪৫), পিতা-মৃত জমশের আলী,সাং-পাহাড়ফুলদী,থানা-শিবপুর,জেলা-নরসিংদী। বর্তমান ঠিকানা-শিবপুর থানাধীন যশোর এলাকার রেহেনা বেগম এর বাসায় ভাড়াটিয়া
উদ্ধারকৃত আলামত-
২টি স্বর্ণের কানের দুল(ওজন অনুমান-১আনা ৩রতি)
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী সেলিনা বেগম বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এ সংক্রান্তে শিবপুর মডেল থানার মামলা নং-১১/২২ তারিখ-১৪/০৯/২০২২খ্রিঃ,
ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ রুজু করা হয়।