যশোরে জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় ৫ জন সাজাপ্রাপ্ত আসামি আড়াইশ’ গ্রাম গাঁজাসহ মোট ১৮জন আসামী গ্রেফতার হয়েছে।শুক্রবার ০৫মে-২৩ ভোর থেকে বেলা ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বেনাপোল থানা পুলিশ এদের আটক করে।আটককৃত আসামিরা হলো ১।মোঃ আনোয়ার হোসেন,পিতা-মৃত সমছের মোড়ল, সাং-দিঘীরপাড়,২।মোঃ আব্দুল্লা,পিতা-মৃত ইমাম বক্স সাং-কৃষ্ণপুর, ৩।মোছাঃ মিলি খাতুন(২৫),স্বামী-মোঃ মহিদুল ইসলাম, সাং-দিঘীরপাড়, ৪।মোঃ ইসহাক আলী(৩৯),পিতা-মৃত বিল্লাল হোসেন,সাং-ভবেরবেড়, ৫।মোঃ মহসীন কবির,পিতা-মৃত খবির খা, সাং-গাজীপুর,সর্ব থানা-বেনাপোল পোট ৬।মোঃ অজিত মোল্যা(৩০),পিতা-মৃত হযরত মোল্যা,সাং-গয়ড়া,৭।মোঃ শাহজামাল, পিতা-মৃত ইবাদত মোড়ল, সাং-দৌলতপুর,৮।মোঃ মোসলেম উদ্দিন(৩৫),পিতা-মোঃ আঃ মান্নান, সাং-দিঘীরপাড়, ৯।মোঃ ইউনুচ আলী (২৮),পিতা-মোঃ হযরত আলী সাং-কদমতলা (বারপুতা),১০।মোঃ আঃ হান্নান(৫০),পিতা-মৃত লুৎফর রহমান, সাং-মানকিয়া,১১।মোছাঃ অনন্যা খাতুন(২৫),স্বামী-সোহেল রানা,পিতা-ইদ্রিস আলী, সাং-ভবেরবেড়,১২।মোঃ দুদু মিয়া,পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-পুটখালী,১৩।মোঃ মোমিনুর বিশ্বাস, পিতা-মৃত নজরুল বিশ্বাস,সাং-ধান্যখোলা,১৪। শাহরিয়ার দিপু লালন,পিতা-মৃত হারুন-অর-রশিদ, সাং-নামাজগ্রাম পশ্চিমপাড়া,১৫।শাহীন খাঁ,পিতা-নোয়াব আলী খাঁ,সাং-ভবেরবেড়(পশ্চিমপাড়া),১৬।মোঃ আমিনুর ইসলাম নেদা,পিতা-মৃত আলী আকবর,সাং-ভবেরবেড়,সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়।বেনাপোল পোর্ট থানাধীন খলসি সাকিনস্থ জনৈক ১৭।শিমুল হোসেন(২৩),পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, স্থায়ী: গ্রাম-খলশী,থানা-বেনাপোল পোর্ট,জেলা-যশোর’কে গ্রেফতার করা হয়।ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।চুরি মামলার আসামী ১৮।মোঃ আশিক(২৬),পিতা-আব্দুস সালাম,মাতা-সেলিনা বেগম,সাং-শাখারীপোতা,থানা-বেনাপোল পোর্ট,
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ বিজ্ঞ আদালতে সোপর্দ করে।