যশোর ডাকাতি করার প্রস্তুতিকালে ৩জন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের থানা মোড় সংলগ্ন শাহাজান আলীর স-মিলের সামনে বেনাপোল থেকে যশোরগামী পাকা রাস্তার উপর থেকে ১৪আগষ্ট-২০২২ইং রোজ রবিবার বেলা ১১টার পর র্যাব-৬ ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগাজিন ১রাউন্ড এ্যামুনেশনসহ ৩জন যুবককে আটক করে।
আটককৃতের পরিচয় ১|মোঃ রোকনুজ্জামান শাওন(২৯)পিতাঃমৃত হাবিবুর রহমান,মাতাঃমোসাঃ রোকেয়া খাতুন সাং-শেখহাটি থানাঃ কোতয়ালী মডেল,২|মোঃ আল মামুন(২২)পিতা মোঃ আতিয়ার রহমান,মাতা মোসাঃ কল্পনা খাতুন সাং-হায়াতপুর থানাঃ চৌগাছা,৩|মোঃ রুবেল হোসেন(৩২)পিতা মৃত গোলাম হোসেন,মাতা-জাহানারা বেগম সাং-মির্জাপুর থানাঃ ঝিকরগাছা, সর্বজেলাঃ যশোর।
আগ্রহী প্রতিনিধিগন যোগাযোগ করুন–durantotv24.com(দুরান্ত-টিভি)-নির্বাহী সম্পাদক দেব প্রসাদ দাস