যশোরে ইয়াবাট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আদমপুরের বাসিন্দা মোঃ শাওন(২৬)নামের এক মাদক ব্যবসায়ীর নিকট হইতে ২৬৫পিস ইয়াবাট্যাবলেটসহ গ্রেফতার করে,২৫শে আগষ্ট-২০২২ইং রোজ বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে যশোর র্যাব-৬ একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে।আটককৃত শাওন ঝিকরগাছা কাউরিয়া এলাকার বাসিন্দা মোঃ নুর ইসলাম (বাবু)ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে.কমান্ডার এম নাজিউর রহমান বলেন ইয়াবাট্যাবলেটসহ আটককৃত শাওন যশোর নড়াইল সড়কের আদমপুর নামক স্হানে মাদক কেনাবেচার জন্য অবস্থান করছিল।বিকাল ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।আটককৃতের দেহ তল্লাশী করে ২৬৫পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে এবং থানা পুলিশ যশোর আদালতে সোর্পদ করে।