রিপোর্টঃ–মৌলভীবাজার || মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন,পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা,জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ুন,জেলা জামায়াতের আমীর সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ,সিনিয়র সহ সভাপতি ও বিএনপি নেতা মো: আব্দুর রহিম রিপন,পরিচালক তোফায়েল ইসলাম তুয়েল,পরিচালক যোবায়ের আহমদ,পুলিশ প্রশাসন,জেলা পরিষদ,পৌরসভা,মৌলভীবাজার প্রেসক্লাব,মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব,জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমীকদল,সেচছাসেবক দলসহ রাজনৈতিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,সরকারী-বেসরকারী প্রতিষ্টান,ব্যাংকার,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
সকাল ৮টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে জেলা প্রশাসক কর্যালয় সম্মুর্খে একদিনের একটি মেলার আয়োজন করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।