মোংলায় চোরাই ডিজেল ও জাহাজের বিভিন্ন প্রকার রাশি সহ বোট জব্দ।
কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা’র অভিযানে বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ একটি স্টীল বডি নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে দু’টার দিকে মোংলা উপকূলবর্তী এলাকা থেকে চোরাই ডিজেলের এই চালান জব্দ করা হয়।আজ ১৪/০৯/২০২২ইং (বুধবার) দুপুরে লেঃ কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মোংলা উপকূলবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে "১ টি ইঞ্জিন চালিত স্টীল বডি নৌকা থেকে আনুমানিক ৫ হাজার ৪৮০ লিটার চোরাই ডিজেলসহ জাহাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের প্রায় ১ হাজার মিটার রশি জব্দ করা হয়"। এর আগে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চোরাই ডিজেল, রশি এবং নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। তবে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে পেতে কোস্টগার্ডের সদস্যরা অনুসন্ধান চালাচ্ছে।