মেখল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা ইব্রাহিম খান রাহ.র ইন্তেকালে মাওলানা আনাস মাদানির শোক প্রকাশ।
দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার প্রধান মুফতি,মুফতী আজম ফয়জুল্লাহ রাহ.র হাতে গড়া শাগরেদ মুফতী ইব্রাহিম খান রাহ.র ইন্তেকালে আল্লামা আনাস মাদানী শোক প্রকাশ করেছেন।
আজ ০৬সেপ্টেম্বর-২০২২ইং রোজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা আনাস মাদানি বলেন, আল্লামা মুফতি ইব্রাহিম খান রাহ.আমার অভিভাবক সমতুল্য ছিলেন।
হযরতের ইন্তেকালে একজন উম্মাহ দরদী সমাজ সংস্কারককে হারিয়েছে।যিনি মুফতিয়ে আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রাহ.ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ’র অনুসৃত পথে থেকে,শিরক, বিদআদতের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন।
হযরতের ইন্তেকালে আমাদের অপূরনীয় ক্ষতি হয়েছে।
হযরতের সাথে আমার অসংখ্য স্মৃতি রয়েছে যা কখনো ভুলবার নয়।কুরআন-সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মুকাবেলায় হযরতের ভূমিকা প্রশংসনীয় ছিল।
তিনি আরো বলেন,আমার ব্যক্তিগত জীবনে আল্লামা মুফতি ইব্রাহীম খান রাহ.র সাথে অনেক ভালো সম্পর্ক ছিল।দেশে ইসলামি শিক্ষা বিস্তার এবং দ্বীনি কর্মকান্ডে প্রায় সময় হযরত পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।
তিনি বিশেষত উলামায়ে কেরামের অভিভাবক ছিলেন। হযরত মুফতি সাহেব রাহ.দেখামাত্র আনাস বলে আমাকে বুকে টেনে নিতেন।আজকে আমি আমার মুরব্বীকে হারিয়ে নিজেকে খুব অসহায় মনে করছি।আল্লাহ জান্নাতুল ফেরদৌসে আমাদের দ্বিতীয়বার মুলাকাতের সৌভাগ্য দান করুক।
মাওলানা আনাস মাদানি আরো বলেন,আমার বাবা মরহুম শাইখুল ইসলাম রহ.র সাথে থেকে বহু দীনি সংগ্রাম করে গেছেন।
তিনি আরো বলেন,এলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে।তাঁর বর্ণাঢ্য জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।
দেশব্যাপী আল্লামা মুফতি ইব্রাহিম খান রাহ.র অসংখ্য রুহানি সন্তান,গুনাগ্রহী রেখে গেছেন,শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ পাক রাব্বুল আলামীন মরহুমকে জান্নাত এর উচ্চ মাকাম দান করুক আমীন।