বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৮এপ্রিল ২০২৩ইং রোজ শুক্রবার বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরসাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন’পরিশীলন পরিষদ’এর ১০ম গুণীজন সম্মাননা ও ৮ম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিশীলন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এস এম আলী আজম।সভাপতিত্ব করেন পরিশীলন পরিষদের সভাপতি মোরশেদ আলম তালুকদার।স্বাগত ভাষণ দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিশীলন পরিষদের উপদেষ্টা ও উত্তমাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আজম সাবু,পরিশীলন পরিষদের প্রাক্তন সভাপতি ও চরসাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম হোসেন স্বপন,প্রাক্তন সভাপতি মো.আসাদুজ্জামান,সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি প্রমুখ।
পরিশীলন পরিষদ ১০ম গুণীজন সম্মাননা ২০২৩ দেয়া হয় মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা মো.জালাল উদ্দীন।