মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেগম রোকেয়া দিবস সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি' প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ শুক্রবার সকালে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম,বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল,নারী নেত্রী সালমা পারভেজ, রোখসানা আক্তার,জয়িতা সম্মাননাপ্রাপ্ত হোসনে আরা নীলা প্রমুখ।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় এ বছর হোসনে আরা নীলাকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।