মুন্সীগঞ্জের লৌহজংয়ে বামুকের সাধারণ সম্পাদকের সহযোগিতায় চলছে সাংবাদিকের চিকিৎসা।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বামুকের সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন আব্দুল হামিদ মাষ্টারের সার্বিক সহযোগিতায় দীর্ঘ তিন মাস যাবৎ দৈনিক ওলামা কন্ঠ, নকী টিভি, দৈনিক অপরাজয় বাংলাদেশ ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক আ স ম আবু তালেব'র চিকিৎসা চলছে। উল্লেখ যে, তিন মাস পূর্বে সড়ক দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে শেখ শওকত হোসেন আব্দুল হামিদ মাষ্টার বামুক ও তার অঙ্গ সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ও জাতীয় ওলামা আইম্মা পরিষদের নেতৃবৃন্দের সাথে মাশোয়ারা করে সর্ব মোট ৮০০০ টাকার অনুদান দেন। তাছাড়া ঘাতক গাংচিল পরিবহনেরর কর্তৃপক্ষ থেকে ৫০,০০০ টাকা আদায় করে দেন। এছাড়া প্রায় প্রায় সাংবাদিকের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।
শেখ শওকত হোসেন আব্দুল হামিদ মাষ্টার লৌহজংয়ে এক বিরল ব্যক্তিত্বের অধিকারী।জনাব শেখ শওকত হোসেন মোঃ আব্দুল হামিদ মাষ্টার। সদর থেকে সাধারণ সম্পাদক হলেও আরো বেগমান গতিতে বতর্মানে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে দায়িত্বশীলদের ভোটের মাধ্যমে বিভিন্ন কমিটির মূল দায়িত্ব থেকে নিচে নেমে গেলে অনেককেই সংগঠনের কার্যক্রমে পাওয়া যায়না। তিনি সদর থেকে সাধারণ সম্পাদক হওয়ার পর তার সাংগঠনিক কার্যক্রমে কোন ত্রুটিই পাওয়া যায়নি বরং সাংগঠনিক কার্যক্রম যেন আরো বেগমান হয়ে প্রতিটি অঙ্গ সংগঠনের ওপর আলোর আভা ছড়াচ্ছে। এতে অন্যান্য সংগঠনগুলোর কার্যক্রমও এগিয়ে চলেছে সুশৃঙ্খলভাবে বীরদর্পে।