দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে।কমিটির সভাপতি ফেরদাউস হিলালের সভাপতিত্বে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল।এছাড়া উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান হোসেন তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল, সদস্য মোহাম্মদ কামরুজ্জামান,সাংবাদিক মিজানুর রহমান ঝিলু প্রমুখ বক্তব্য রাখেন।উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।