রিপোর্টারঃ মোঃ সুমন–মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির বিবিধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৯জুন-২০২৩ইং বিকালে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব এম. এস.খানের সঞ্চালনায় সোসাইটির চেয়ারম্যান এ.বি.এম এরশাদ হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও কার্যকরী পরিষদের সভাপতি আব্দুর রহমান, সংগঠনের সাংগঠনিক সচিব ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ ও দপ্তর সচিব এবং কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো.ইদ্রিস,কার্যকরী কমিটির সিনিয়র সহ- সভাপতি মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।উক্ত বর্ধিত সভায় সোসাইটির বিবিধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।