মাননীয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন'র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
মঙ্গলবার ২৭সেপ্টেম্বর রুয়েট ক্যাম্পাসে'সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন'এর পৃষ্ঠপোষকতা ও মমতা নার্সিং ইন্সটিটিউটের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসটিএফ ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্বনেতৃত্বের অহংকার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অধুনা সোনার বাংলা বিনির্মানের কান্ডারী,মানবতার মা জননেত্রী শেখহাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্টে মমতা নার্সিং ইন্সটিটিউটের ১ম বর্ষ ব্রাজিলিয়ান টিম ও যৌথ ভাবে ২য়,৩য় ব্যাচ আর্জেন্টাইন দল অংশগ্রহণ করে।
শত শত উৎসুক দর্শক ও অভিন্ন সাজে শিক্ষার্থীদের উপস্থিতিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠ ক্রীড়ামোদী দের মুহুর্মুহু সমর্থকদের হৈ হুল্লোড়ে ফুটবল মাঠ সরগম হয়ে ওঠে।খেলায় ব্রাজিলিয়ান টিমকে হারিয়ে আর্জেন্টাইন দল ৪-১ গোলে জয় লাভ করে।অংশ কারী খেলোয়াড়দের মাঝে বিভিন্ন পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়।
ম্যান অব দি ম্যাচ আলহাজ হৃদয়,সেরা গোলকিপার রাকিব,সেরা ডিফেন্স সোহান,সর্বোচ্চ গোলদাতা মুশফিক,
সেরা দলনেতা ব্রাজিলিয়ান টিম মনিরুজ্জামান,সেরা দর্শক তামান্না সাবানা কায়ছার নেচা,আখি।
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর রাজশাহীর সভাপতি কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক রুয়েটিয়ান তানভীর আহমেদ আবির সংগঠনের পক্ষ থেকে সারসংক্ষেপ বক্তব্য রাকেন এবং বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন।এসময়ে মমতা নার্সিং ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমি, প্রতিষ্টানের শিক্ষক শিমু,আফরোজা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।