মাগুরা সদর থানাধীন ধলফা বগুড়া গ্রামের সৌদি প্রবাসী ওহিদুল ইসলামের কিশোরী মেয়ে নবম শ্রেণী পড়ুয়া মোছাঃ বর্ষা খাতুন(১৫)কে ধারালো অস্ত্র দিয়ে একই গ্রামের মনজুর বিশ্বাস(৩৫)নামের এক সন্ত্রাসী গত ৯ই আগস্ট-২০২২ইং রোজ মঙ্গলবার কুপিয়ে তার ডান হাতের একটি আঙ্গুল মারাত্মকভাবে আহত করে।মেয়েটির আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে।বর্তমানে মেয়েটি মাগুরা সদর হাসপাতালে ভর্তি অবস্থায় আছে।
ঘটনার বিবরণে জানা যায়,ওহিদুল ইসলাম দীর্ঘ ৫ বছর ধরে সৌদিআরবে অবস্থান করছেন এই সুযোগে তার স্ত্রী ৩কন্যা সন্তানের জননী আছিয়া খাতুন(৩২)কে মনজুর বিশ্বাস দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো কিন্তু আছিয়া খাতুন সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি মনজুর বিশ্বাস বিভিন্ন সময়ে আছিয়া খাতুনের দুই শিশু কন্যা ইভা ও রেভা খাতুনকে প্রায়ই উদ্দেশ্যমূলকভাবে মারধর ও অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করতো।ঘটনার দিন বিকাল ৩/৪টার দিকে হালকা বৃষ্টি শুরু হলে আসামি মুনজুর বিশ্বাস আস্তে আস্তে আছিয়া খাতুনের গৃহে প্রবেশ করে।পিছন থেকে অতর্কিত ঝাপটায় ধরে আছিয়া খাতুনকে।আছিয়া খাতুনের চিৎকারে আপপাশের লোকজন জড় হয়ে যায়।তারপর মনজুরকে মারধর করে ও তাকে নিবৃত করে।কিন্তু দাঙ্গাবাজ মনজুর পরবর্তীতে মোঃসাজ্জাদ বিশ্বাস,মোঃআলমগীর বিশ্বাস,মোঃ রাব্বি বিশ্বাসকে সঙ্গে নিয়ে নিরুহ পরিবারটির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।মোছাঃ বর্ষা খাতুন মারাত্মক জখম হয়।বর্ষা জানায় সামনে আমার পরীক্ষা তবে ডান হাতের আঙ্গুল পড়ে যাওয়ার মত অবস্থা এখন আমি কেমন করে পরীক্ষা দিবো।
১০আগস্ট তারিখে ভুক্তভুগী পরিবারের পক্ষ মাগুরা সদর থানায় একটি এজাহার দায়ের করে।মাগুরা সদর থানার ওসি জানান তদন্ত চলছে আর তদন্ত শেষ হলে থানায় মামলা গ্রহণ করা হবে।
durantotv24.com (দুরান্ত-টিভি) নিউজ দিন|নিউজ পোর্টাল থেকে নিউজ কপিরাইট থেকে বিরত থাকুন|কপি করা দণ্ডনীয় অপরাধ|অনুমতির প্রয়োজন||সত্য সন্ধ্যানের নির্ভরযোগ্য মিডিয়া।