দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ালীগের সাবেক সভাপতি মরহুম দেলওয়ার হোসেন মাষ্টারের স্বরণে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে-১৭ এপ্রিল-২০২৩ইং রোজ সোমবার পৌর শহরের বিরামপুর কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজামান মিতা,জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রুহুল আমিন সরদার ও আহসান হাবীব রিপন,জেলা আওয়ামীলীগের সেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ,থানার ওসি(তদন্ত)মমিনুল ইসলামসহ আরও অনেকে।এর আগে মরহুম দেলওয়ার হোসেন মাষ্টারের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মরহুমের ছেলে প্রিতিময় হোসেন পলাশ।এছাড়াও অনুষ্ঠানে এসময় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,সমর্থক,সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুধীজন,স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।