মনিকা একাডেমি সুপারকাপ
আয়োজন: দীপ্ত মনিকা কামারগ্রাম।
সহযোগিতায়: মেসার্স খামার বাড়ী,সাবিব অটো গ্যালারী সুজুকী শোরুম নড়াইল।
প্রধান অতিথি: মোঃ আশরাফুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক ও সত্ত্বাধিকারী: মেসার্স খামার বাড়ী।বিশেষ অতিথি,জনস্বার্থে দূর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সিনিয়র-সহকারী পরিচালক, নড়াইল মানবিক পরিষদ,নড়াইল জেলা শাখার,বিপ্লবী সাধারণ সম্পাদক,মোঃ মাহমুদুর রহমান।বিশেষ অতিথি: সৈয়দ নজরুল ইসলাম প্রধান শিক্ষক কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃ আনিসুল আজম পরিচালক সাবিব অটো গ্যালারী(সুজুকী শোরুম)নড়াইল।
আবু সালেহ মোঃ স্বজল পরিচালক ডিজিটাল কম্পিউটার সিটি নড়াইল।
মোঃ উজির আলী প্রধান শিক্ষক নড়াইল কালেক্টরেট স্কুল।
মোঃ মিজানুর রহমান সহঃ শিক্ষক পি.বি.এম মাধ্যমিক বিদ্যালয় নড়াইল।
বাবুল আক্তার সহঃ শিক্ষক লাহুড়িয়া হাই স্কুল।
শেখ ফরহাদ হোসেন,সাবেক ইউ.পি সদস্য ০৮ নং কামারগ্রাম ওয়ার্ড,ডাঃ সরজিৎ টিকাদার।
নড়াইল মানবিক পরিষদ,লাহুড়িয়া ইউনিয়ন শাখা সভাপতি,সৈয়দ সোহাগ হোসেন।
সভাপতি: মোঃ সবুজ সুলতান প্রতিষ্ঠাতা-সভাপতি দীপ্ত মনিকা ও মনিকা একাডেমি নড়াইল।
———————————————————————-
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মুস্তাফিজুর রহমান মুস্তাক,সাধারণ সম্পাদক দীপ্ত মনিকা কামারগ্রাম,মোঃ শাহিন খান,মোঃ সৈকত ভূইয়া,মোঃ ইকলাচ,
মোঃ তুহিন শেখ,তানজিল আহমেদ,মোঃ নাঈমুউদ্দিন,ইমরুল হাসান,
মোঃ রজিবুল ইসলাম,
উপস্থাপনায়: এস.এম মনির ও হুমায়ুন কবীর এরশাদ।
প্রমুখ