ভোলা জেলা সদরে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাস্তবায়নে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা ও শিশুখাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বুধবার বেলা ১১ টায় ভোলা পৌরসভার আয়োজনে পৌর ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান।পৌর মেয়র মো: মনিরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন,কাউন্সিলর মঞ্জুরুল আলম, মিথুন মোল্লা,ওমর ফারুক,পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম প্রমূখ।স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে কর্মশালায় দুই দিনে ৬০ জন করে মোট ১’শ ২০ জন দুস্থ্য,অসহায় নারী অংশ নেবে।মূলত গর্ভবতী ও ছোট বাচ্চা রয়েছে এমন নারীদের কর্মশালায় প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।পরে আগত প্রত্যেকের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন অতিথিরা।