ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১০০নং চর আনন্দ পার্ট থ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৭জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দেয়া হয়েছে।প্রাথমিক বিদ্যালয়ের এ শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।মঙ্গলবার ৪ এপ্রিল-২০২৩ইং সকাল ১১টায় ১০০নং চর আনন্দ পার্ট থ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ স্কুল ড্রেস বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিক্ষা অনুরাগী আকতার হোসেন তার ব্যক্তিগত অর্থায়নে এ স্কুল ড্রেস বিতরণ করেন।চর আনন্দ পার্ট থ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতাফ চন্দ্র সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মুঃ জাহিদুল কবির তুহিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা অনুরাগী আকতার হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু তাহের,টিও জাহাঙ্গীর আলম।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মুঃ জাহিদুল কবির তুহিন বলেন,শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ।এরকম উদ্যোগ শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে বলে আশা প্রকাশ করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম,ফরিদ হোসাইন,মুক্তারাণী,সাথী রানী দাস।নতুন স্কুল ড্রেস পেয়ে আনন্দ-উচ্ছাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।