বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে ও বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর পিতার রুহের মাগফেরাত কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
রবিবার (২০নভেম্বর) বাদ যহুর শহরের বড় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম নূরে আলম।এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী,জাকির হোসেন মনির,হাফিজুর রহমান তসলিম,লুকু চৌধুরী,মীর রনি,সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, দফতর সম্পাদক হারুন অর রশিদ সুমন,ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদীসহ জেলা,উপজেলা ও পৌর সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর পিতার রূহের মগফিরাত কামনা এবং ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের দ্রুত মুক্তি পায়,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু চিকিৎসার ব্যবস্থা করা সহ বিএনপির নিহত নেতা কর্মীদের রুহের মাগফেরাত ও কামনা করা হয়।