ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ৪ বছরের প্রেমের সম্পর্কের জেরে ১৮বছরের আরজু আক্তার(১৮)নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।রবিবার ৩০ এপ্রিল-২০২৩ইং সকাল ৯ টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলমগীর মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।ভোলা সদর মডেল থানার এসআই মো.আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত আরজু আক্তার ওই গ্রামের মৃত নজির আহম্মেদের মেয়ে।সে ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরী করতো।ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।নিহতের মা রোকেয়া বেগম জানান,ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলো আরজু।ঈদের পরদিন কুঞ্জেরহাট তার বড় বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে গতকাল নিজ বাড়িতে আসেন আরজু।এসে মোবাইল ফোন হাতে নিয়ে কাকে যেনো কল দেয় আর কান্নাকাটি করে।
তিনি আরো জানান,গতকাল থেকে আরজু খাওয়া দাওয়া ছেড়ে মোবাইল ফোন হাতে নিয়ে একা একা শুধু কান্না কাটি করতে থাকে।আমি জিজ্ঞেস করলে আরজু কিছুই জানায় না।পরে আজ সকালে বাসায় সকালের নাস্তা তৈরি করলে আরজু নাস্তা না খেয়ে ফোন চার্জ দিয়ে ঘর থেকে বের হয়ে যায়।কিছুক্ষন পর তাকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের বাগানে গিয়ে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পাই।এ অবস্থা দেখে আমি চিৎকার দেই, আমার কান্নাকাটি শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।
এস আই আনোয়ার হোসেন জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।