ভোলার পশ্চিম ইলিশায় ডোবায় থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে।ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ হাওলাদার মার্কেট সংলগ্ন আবু মুন্সির বাড়ির পিছনের ডোবা থেকে এক বৃদ্ধার(৬০)লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায,রবিবার(৪সেপ্টেম্বর)সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা হাওলাদার মার্কেট সংলগ্ন ৫নং ওয়ার্ডে একটি লাশ ডোবায় পানিতে ভেসে আছে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। ভোলা সদর থানা খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে।নিহতের পরনে লাল রংগের লুঙ্গি,খালি গায়ে ও মুখে কাঁচাপাকা রঙ্গিন দাড়ি আছে।
স্থানীয়রা বলেন লোকটিকে আমরা গতকাল বিকালে ভেদুরিয়া ঘাটে মানষিক ভারসাম্য হীন অবস্থায় দেখেছি ।
জানানা যায় নিহত বৃদ্ধা শাহে আলম সদর উপজেলার পূর্ব ইলিশার ৯নং ওয়ার্ডের বাসিন্দা।তবে তিনি দির্ঘদিন মানষীক ভারসাম্য হীন ছিলেন বলে দাবী করেন তার স্ত্রী,কন্যা,জামাতাসহ স্বজনরা।
ঘটনা সত্যতা নিশ্চিত করে উদ্ধারকারী কর্মকর্তা এসআই ইমাম বলেন,খবর পেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে