ভারতের একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন ফুটবলকন্যাদের গ্রামখ্যাত রংপুরের সদ্যপুষ্কুরিনীর মেয়েরা।ইতোমধ্যে সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের হয়ে ১৪ জন ফুটবলার কুচবিহারের দেওয়ানগঞ্জে পৌঁছে গেছেন।আজ ৪ মে-২০২৩ইং সকালে তারা বাংলাদেশ ছেড়ে যান।জানা গেছে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রংপুরের মেয়েরা দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নকআউট টুর্নামেন্ট-২০২৩ এ অংশ নেবেন।আগামী ৭ মে বিকাল সাড়ে ৪টায় তারা গোমটু ভুটানের মুখোমুখি হবেন।জয়ের লক্ষ্যেই ওই টুর্নামেন্টে অংশগ্রহণের কথা জানিয়েছে ক্লাবের প্রশিক্ষক ও খেলোয়াড়রা।