মাদারীপুর জেলা শিবচরের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য,মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ,স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহম্মদ চৌধুরী(দাদা ভাই)এর ৩২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে তার নিজ বাড়ি মাদারীপুর জেলা শিবচরের দত্ত পাড়া।শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নিজ বাড়ী জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী(দাদা)ভাই সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।এর আগে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী(দাদা)ভাইর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চীফ হুইপ, মাদারীপুর-২ সংসদ সদস্য,জেলা প্রসাশক,জেলা পুলিশ সুপার,জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ সকল স্তরের মানুষ।মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহম্মদ চৌধুরী(দাদা ভাই)র বড় পত্র বাংলাদেশ সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি,মাদারীপুর-২(সদর)সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি,বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এস এম মাসুদ হোসাইন, ফরিদপুর(৩)ভাঙ্গা সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব(তথ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা)মোঃ ইমরান আহমেদ,মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান,মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম-বিপিএম, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহ উদ্দিন মোল্লা,মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী,শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা,শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম,শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম মিয়া,শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান,শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য মোঃ ইলিয়াস হোসেন পাশাসহ শিবচর উপজেলা ১৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।