দিনাজপুর বিরামপুরে পঞ্চাশ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ-৩১ মার্চ-২০২৩ইং শুক্রবার তিন টার দিকে বিরামপুর পৌরশহরের ঢাকা মোড় নাহিদ টাওয়ারের পশ্চিম পাশ্বের পাকা রাস্তার উপর থেকে ৫০বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি পুরাতন HUNK মোটরসাইকেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।আটককৃত আসামিরা হলেন, হাকিমপুর উপজেলার রিকাবি(চকচকা)গ্রামের মমিনুর রশিদের ছেলে তানজিল আহম্মেদ (২৫),একই উপজেলার সাকোপাড়া(ভাদুরিয়া বাজার)এলাকার গোলাম মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম(২১)কে হাতে নাতে গ্রেফতার করেন এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স।বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)সুমন কুমার মহন্ত জানান,আটকৃত আসামিদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।