৩ লা শুক্রবার বৈকাল ৩ঘটিকায় দিনাজপুরের বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গনে বিরামপুর ভিক্টর ক্লাবের আয়োজনে মেয়র কাপ টি --২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে ভিক্টর ক্লাবের সদস্য শামসুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শিবেশ কুমার কুন্ডু,সাবেক পৌর ওয়ার্ড কমিশনার ওবায়দুল মিনহাজ প্রমুখ।এছাড়াও সুধীজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।